বিডিহেডলাইন্স ডেস্ক :
শিক্ষকদের প্রতিবাদের মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রাজধানীর মনিপুর স্কুলের শিক্ষক আখলাক আহমেদ।
আজ বৃহস্পতিবার তিনি অব্যাহতি পত্র জমা দেন। অব্যাহতি পত্রে তিনি লেখেন, ‘আমি আখলাক আহমেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিপুর উচ্চবিদ্যালয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে পদ থেকে অব্যাহতি নিলাম।’
এর আগে, আজ সকালে রাজধানীর মিরপুরে মনিপুর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইস্যুতে বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষকরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেনের পরিবর্তে আখলাক হোসেনকে দায়িত্ব দিয়ে অ্যাডহক কমিটি চিঠি পাঠানোয় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই বিক্ষোভ শুরু হয়।
গতকাল বুধবার অ্যাডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন ওই চিঠি দেন। আখলাক হোসেন ঐ বিদ্যালয়ের আটজন সহকারী প্রধান শিক্ষকের একজন। বাকি সাতজন অ্যাডহক কমিটির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে জাকির হোসেনের পক্ষে মূল ক্যাম্পাসের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেন।