আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ভারতে বিদ্যুৎস্পৃষ্টে ৫ তীর্থযাত্রীর মৃত্যু

  • In আন্তর্জাতিক, ধর্ম
  • পোস্ট টাইমঃ ১৬ জুলাই ২০২৩ @ ১০:৪৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ জুলাই ২০২৩@১১:০৭ পূর্বাহ্ণ
ভারতে বিদ্যুৎস্পৃষ্টে ৫ তীর্থযাত্রীর মৃত্যু

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভারতের উত্তর প্রদেশে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ তীর্থযাত্রী মৃত্যু এবং আরও বহু হতাহত হয়েছে। শনিবার এক তীর্থযাত্রার মিছিলে এই ঘটনা ঘটে।

মীরাট জেলার ভবানপুরের রালি চৌহান গ্রামে এই ঘটনা ঘটে। দেবতা শিবের অনুসারী কানওয়ারি তীর্থযাত্রীরা হরিদ্বারের গঙ্গা নদীর পানি নিয়ে ফেরার সময় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। তীর্থযাত্রীদের বহনকারী গাড়ি গ্রামে প্রবেশের সময় নিচু হয়ে থাকা এক লাইনের সঙ্গে স্পৃষ্ট হয়ে পড়ে। হাই-ভোল্টেজ কারেন্ট গাড়িতে লেগে গেলে ভিড়ে মধ্যে ছিটকে পড়েন তীর্থযাত্রীরা।

মানুষ ছোটাছুটি শুরু করলে বিদ্যুৎ অফিসকে সংযোগ বন্ধ করতে বলা হয়। তবে অনেকেই অভিযোগ করেছেন তা বন্ধ করতে দেরি হয়ে যায়।

মনিশ নামের এক তীর্থযাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর চারজন আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। এছাড়া স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আরও পাঁচজন। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights