আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নাটোরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ ডিসেম্বর ২০২৩ @ ০৪:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ ডিসেম্বর ২০২৩@০৪:৩০ অপরাহ্ণ
নাটোরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

‘মাটি ও পানি জীবনের উৎস’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বম) সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত। এর আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

সভায় বক্তারা বলেন, মাটি ও পানি আমাদের জীবন ও জীবিকার সাথে জড়িত। তাই দূষণের হাত থেকে মাটি ও পানিকে সুরক্ষা প্রদান করতে হবে। তবেই কৃষি প্রধান এ দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, উন্নয়ন হবে টেকসই।

আলোচনা সভায় জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা ড. ইয়াছিন আলী, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম এবং বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights