আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
‘মাটি ও পানি, জীবনের উৎস’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব মৃত্তিকা দিবস উৎযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট রংপুরের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম।
এর আগে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারী বিভিন্ন দফতরের প্রধান, গণমাধ্যম কর্মী, এনজিও কর্মী ও কৃষক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।