আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কক্সবাজারে আওয়ামীলীগের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন পত্র বাতিল

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ ডিসেম্বর ২০২৩ @ ০২:০৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ ডিসেম্বর ২০২৩@০২:০৬ অপরাহ্ণ
কক্সবাজারে আওয়ামীলীগের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন পত্র বাতিল

শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল মতে মনোনয়ন পত্র যাচাই বাছাইকালে কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া আসনের আওয়ামীলীগের প্রার্থী সালাহ উদ্দীন আহমদ সহ ৫ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ আসনটি মনোনয়ন পত্র দাখিলকারি ১৩ জনের মধ্যে অপর ৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা হয়েছে।

রবিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে শুরু হয় কক্সবাজার ১ আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের কাজ।

কক্সবাজার জেলা রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, ইতিমধ্যে কক্সবাজার ১ আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এখানে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেও ৫ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। অপর ৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানিয়েছে, কক্সবাজার ১ আসনে মনোনয়ন পত্র বাতিল হয়েছে আওয়ামীলীগের প্রার্থী সালাহ উদ্দীন আহমদ, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, কমর উদ্দীন, শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ ও শাহ নেওয়াজ চৌধুরীর মনোনয়ন পত্র।

এর মধ্যে আওয়ামীলীগের প্রার্থী সালাহ উদ্দীন আহমদের মনোনয়ন পত্র বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে ঋণ খেলাপি হওয়া মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে। অপর ৪ জনের মনোনয়ন পত্র বাতিলের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এ আসনে মনোনয়ন পত্র বৈধ হয়েছে- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, মহাসচিব আবদুল আউয়াল মামুন, জাতীয় পার্টির এ. এইচ. সালাউদ্দীন মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন, ওয়ার্কার্স পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টির হোসনে আরা, বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, এমপি জাফরের পুত্র তানভীর আহমদ সিদ্দিকী তুহিনের।

কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, যাচাই-বাছাই শেষ মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর মধ্যে আপিল করতে প্রার্থীদের বলা হয়েছে।

আওয়ামীলীগের প্রার্থী সালাহ উদ্দীন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে ঋণ খেলাপি দেখানো বিষয়টি সত্য না। তিনি ঋণ খেলাপি না। এর বিরুদ্ধে আপিল করবেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights