আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দিনাজপুরে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ ডিসেম্বর ২০২৩ @ ১১:৩২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ ডিসেম্বর ২০২৩@১১:৩৬ পূর্বাহ্ণ
দিনাজপুরে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ

।।হিলি প্রতিনিধি।।

জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধ শুরুতেই দিনাজপুরের কাহরোল উপজেলায় একটি ধান বোঝাই করা চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি আংশিক পুড়ে গেলেও আগুনে দগ্ধ হয়েছে ট্রাকটির চালক।

শনিবার দিবাগত রাত ২টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের জেলার কাহরোল উপজেলার রামপুরা বাজারে এই ঘটনা ঘটে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদশী সুত্রে জানা গেছে, পঞ্চগড়ের বোদা থেকে একটি ট্রাক দিনাজপুর শহরের দিকে আসছইল। রাত ২টায় পথিমধ্যে কাহারোল উপজেলার রামপুরা বাজারে পৌছলে একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি হেলমেট পড়ে এস ট্রাকের সামনে ঢিল ছুড়ে। এসময় ট্রাকটির গতি একটু কমালে তারা পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। ঢিলে ট্রাকের হেলপার মফিজুল ইসলাম ও পেট্রোল বোমার আগুনে চালক আনিস রহমানের ডান পা কিছুটা পুড়ে গেছে। খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন। পেট্রোল বোমার আগুনে ট্রাকটির সামনের কেবিন ও কিছু ধান পুড়ে গেছে। আহত চালক ও হেলপারকে কাহারোল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে।

কাহারোল থানার ওসি ফারুকুল ইসলাম জানান, অজ্ঞাত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights