আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নাটোর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন শিমুল

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ৩০ নভেম্বর ২০২৩ @ ০২:২৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৩@০২:২৪ অপরাহ্ণ
নাটোর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন শিমুল
ছবি- বিডিহেডলাইন্স

মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম শিমুল মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নাটোর জেলা প্রশাসক মো. আবু নাছের ভূঁঞা এর কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় শফিকুল ইসলাম শিমুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে তৃতীয় বার নৌকার মনোনয়ন দিয়েছেন। আজ মনোনয়পত্র জমা প্রদান করলাম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়ন। আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সরকার গঠন করবো।

বিভিন্ন রাজনৈতিক দল মনোনয়ন সংগ্রহ করেছেন। আমরা চাই, সকলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে।

নাটোরের সকল মানুষ নৌকার সঙ্গে রয়েছে। ইনশা আল্লাহ নিবাচনে নৌকা বিজয়ী হবে।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মো. সিরাজুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্মা আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মালেক শেখ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলিসহ নেতৃবৃন্দ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights