আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তাপপ্রবাহ বইতে পারে বৃহস্পতিবার পর্যন্ত

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৩০ মে ২০২৩ @ ০৭:১১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ মে ২০২৩@০৭:১১ পূর্বাহ্ণ
তাপপ্রবাহ বইতে পারে বৃহস্পতিবার পর্যন্ত

।।নিজস্ব প্রতিবেদক।।

আবহাওয়া অধিদফতরের রেকর্ডে গতকাল সোমবার দেশের কোথাও বৃষ্টির তথ্য নেই। আজ মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা দেখছে না তারা। অধিদফতরের দেওয়া আভাস অনুযায়ী, এখনকার মতো তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বৃহস্পতিবার পর্যন্ত।

গতকাল সোমবার দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটিতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অধিদপ্তরের তথ্য অনুযায়ী যা ছিল মাঝারি। সবমিলে তাপমাত্রা বেড়ে দেশের পাঁচ বিভাগ ও ১১ অঞ্চলে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর পরবর্তী ৪৮ ঘন্টার (২ দিন) পূর্বাভাসে বলা হয়েছে, ‘উল্লেখযোগ্য কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।’ অর্থ্যাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ বইতে পারে।

এতে আরও বলা হয়েছে – দিনাজপুর, নীলফামারী, সিলেট, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট, ফেনী ও বান্দরবান অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

পূর্বাভাসে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা উল্লেখ করা হয়েছে, ‘সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights