আজ ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দিনে দুই কোয়া রসুন খাওয়ার ১২টি উপকারিতা

  • In লাইফস্টাইল
  • পোস্ট টাইমঃ ২৬ নভেম্বর ২০২৩ @ ১২:৫৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ নভেম্বর ২০২৩@১২:৫৫ অপরাহ্ণ
দিনে দুই কোয়া রসুন খাওয়ার ১২টি উপকারিতা

।।নিজস্ব প্রতিবেদক।।

প্রায়ই আমরা রসুন খাওয়ার পরামর্শ দেখি, কিন্তু কোন কোন সমস্যা থেকে মুক্তি পেতে পারি তা অনেক সময়ই মনে থাকেনা।

এজন্য আসুন জেনে নিন প্রতিদিন মাত্র দুই কোয়া রসুন খাওয়ার উপকারিতা।

৥ উচ্চ রক্তচাপের সমস্যা দূর করে
৥ ঠাণ্ডা, কাশি কমায়।
৥ হৃদরোগের ঝুঁকি কমায়
৥ ইনফেকশন দূর করে
৥ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে
৥ স্তন ক্যান্সার, প্রোস্টেট ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে
৥ দাঁতের ব্যথা বা বাতের ব্যথায় ভরসা রাখুন রসুনে
৥ ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর
৥ হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে
৥ ত্বকের ব্রণ দূর করে, তারুণ্য ধরে রাখে দীর্ঘ দিন
৥ রক্তনালী পরিষ্কার রাখে
৥ হাড়ক্ষয় রোধ করে

রসুন এত উপকারী, কারণ এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানও রয়েছে।

২ কোয়া রসুন থেকে আমরা পাচ্ছি ৪২ ক্যালরি, ১.৮ গ্রাম প্রোটিন ও ৯ গ্রাম শর্করা।

আপনি রসুন কাঁচা খেতে পারলে তো খুব ভালো, না পরলে একটু টেলে নিয়ে বা হালকা তেলে রোস্ট করে নিন। সালাদের ড্রেসিং-এর সঙ্গেও রসুন মিলিয়ে খেতে পারেন। যেকোনো রান্নায় কয়েক কোয়া রসুন দিয়ে দিন। রসুনের আচারও খেতে পারেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights