।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের ডাস্টবিন থেকে এক নবজাতক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭মে) বেলা ১১টার দিকে একদিন বয়সী এক ছেলের মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক এই প্রতিবেদককে বলেন, আজ সকালে খবর পেয়ে বুয়েট ক্যাম্পাসের সরকারি ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। বিষয়টি মানবিক বলে তিনি আর কিছু বলেননি।