আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

একদিনে আরো ৬১ জনের করোনা শনাক্ত

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ২৭ মে ২০২৩ @ ০৭:৪৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ মে ২০২৩@০৬:৫১ পূর্বাহ্ণ
একদিনে আরো ৬১ জনের করোনা শনাক্ত

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

গত ২৪ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯হাজার ৪৪৬জনের।

এদিন নতুন করে শনাক্ত হয়েছে ৬১জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৮৯৮ জন। শনিবার (২৭মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ঘণ্টায় ১১জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০লাখ ছয় হাজার ১৯৪ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৩৩টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৪লাখ ১৭হাজার ৪৮৮টি।

গত ২৪ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬দশমিক ৫৭শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩দশমিক ২২শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮দশমিক ৪০শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ঘণ্টায় একজন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে পাঁচজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২হাজার ৩৩৮জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩হাজার ১৩৬জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯হাজার ২০২জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০সালের ৮মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০দিন পর ১৮মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights