।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
জাপানি টিভি ব্যক্তিত্ব রুয়ুচেলকে টোকিওর নিজ সংস্থার কার্যালয় থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন তার ব্যবস্থাপকেরা। এই ২৭ বছর বয়সীর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, এটা আত্মহত্যার ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
রুয়ুচেল ২০১৬ সালে তার অনুগামী মডেল পিচোকে বিয়ে করেন। এই যুগলের এক ছেলে রয়েছে। ২০২২ সালে এই যুগল বিচ্ছেদের ঘোষণা দেন। রুয়ুচেল ওই সময়ে জানান, তারা আর পুরুষ শনাক্ত করতে পারছেন না। এনিয়ে অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ইনস্টাগ্রামে এক পোস্টে রুয়ুচেল জানান তারা এখনো ছেলেকে নিয়ে পিচোর সঙ্গে বাস করবেন। তবে অনেকেই অভিযোগ করেন এই টিভি ব্যক্তিত্ব একজন অস্তিত্বহীন পিতা। ফেব্রুয়ারিতে রুয়ুচেল পিচোকে সঙ্গে নিয়ে এক ইউটিউব ভিডিওতে হাজির হন। পিচো তার সাবেক স্বামীর পক্ষ নেন এবং জানান, লিঙ্গ নির্ধারণের কাজে স্বামীকে সহযোগিতা করছেন তারা।
রুয়ুচেলের মৃত্যুর ঘটনা সামনে আসার পর টুইটারে ‘চরিত্র হনন’ এবং ’রুয়ুচেল’ এর মতো টার্মগুলো ট্রেন্ডিং হয়ে পড়েছে। পিচো এবং তাদের সন্তান বিদেশে রয়েছেন। মঙ্গলবার ছেলের পঞ্চম জন্মদিন পালনের ছবি পোস্ট করেছেন। রুয়ুচেলের মৃত্যু নিয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি।