আজ ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বরগুনা ভয়াল সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ নভেম্বর ২০২৩ @ ০৫:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ নভেম্বর ২০২৩@০৫:৩৮ অপরাহ্ণ
বরগুনা ভয়াল সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা
ছবি- বিডিহেডলাইন্স

।।বরগুনা প্রতিনিধি।।

ভয়াল ‘সিডর দিবস’ বছরঘুরে দিনটি আসলেই গুমরে কাঁদে বরগুনাবাসী। দিবসটি উপলক্ষে সকালে বরগুনা সদরের নলটোনা ইনিয়নে সিডরে নিহতদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

আজ বুধবার( ১৫ নভেম্বর ) বরগুনা  প্রেসক্লাবের আয়োজনে এসময় জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব দাস, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, হাসানুর রহমান ঝন্টু, জাকির হোসেন মিরাজসহ স্বজনহারা পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া পাথরঘাটায় সিডরের মৃত্যুবরণ করা ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ সেই প্রলয়ঙ্করী ১৫ নভেম্বর। ২০০৭ সালের ওই রাতে শতাব্দীর সবচেয়ে ভয়াল সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় ‘সিডরের’ আঘাতে উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। শত শত মানুষ, গবাদি পশু ও বন্যপ্রাণীর জীবন প্রদীপ নিভে যায়। নিখোঁজ হয় বহু মানুষ। দুর্যোগের আগের দিনও যে জনপদ ছিল মানুষের কোলাহলে মুখরিত, প্রাণচাঞ্চল্য ছিল শিশু কিশোরদের। মাঠজুড়ে ছিল কাঁচা-পাকা সোনালি ধানের সমারোহ, পর দিনই সেই জনপদ পরিণত হয় মৃতের ভাগাড়ে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights