।।শেরপুর প্রতিনিধি।।
শেরপুর পৌর শহরের ফুটপাতের দোকানপাট এবং বিলবোর্ডসহ রাস্তার পার্শ্বের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
আজ রোববার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করে শেরপুর পৌরসভা। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত অভিযানটি চলবে।
অভিযানকালে জেলা শহরের খরমপুর মোড় থেকে নিউমার্কেট এবং থানা মোড় হয়ে অষ্টমীতলা পর্যন্ত রাস্তার দুই পার্শ্বের অবৈধ স্থাপনা, পৌরসভার ড্রেনের ওপর বিভিন্ন দোকানপাটের বর্ধিত ছাউনি ও রাস্তার পার্শ্বের ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস.এম.আল-আমীন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, পৌরসভার সহকারী প্রকৌশলী খোরশেদ আলম এবং প্রশাসনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।