।।ক্রীড়া প্রতিবেদক।।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার (২৭জুন) ভারতের মুম্বাইয়ে ঘোষণা হবে বিশ্বকাপ সূচি। সেই সঙ্গে শুরু হবে ১০০ দিনের কাউন্টডাউন। আইসিসি জানিয়েছে- আজ থেকেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ট্রফি ট্যুর। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।
সূচি ঘোষণার আগের দিন মহাশূন্যে উন্মোচিত হল ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। যা বিশেষ প্রযুক্তির মাধ্যমে গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অবতরণ করবে। অক্টোবরের ৫ তারিখ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে আহমেদাবাদে। আইসিসি জানিয়েছে- বিশ্বের মোট ১৮ টি দেশে ঘুরবে বিশ্বকাপের ট্রফি। এরপর ৪সেপ্টেম্বর ট্রফিটি ফিরে আসবে স্বাগতিক দেশে।
বিশ্বব্যাপী ভ্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশেও আসবে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। আগামী ‘৭থেকে ৯আগস্ট বাংলাদেশের দর্শকেরা কাছ থেকে বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবে’। এর আগে ২৭জুন থেকে ১৪জুলাই অবধি ভারতেরই বিভিন্ন শহরে চলবে ট্রফি ট্যুর। ১৫ ও ১৬জুলাই বিশ্বকাপের ট্রফি থাকবে নিউজিল্যান্ডে। ১৭ ও ১৮জুলাই অস্ট্রেলিয়ায়, ১৯থেকে ২১জুলাই পাপুয়া নিউগিনিতে। এরপর ২২থেকে ২৪জুলাই ফের ট্রফি ট্যুর হবে ভারতে। ২৫থেকে ২৭জুলাই ট্রফি থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রে। জুলাইয়ের ২৮থেকে ৩০তারিখ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি থাকবে ওয়েস্ট ইন্ডিজে। ৩১জুলাই থেকে ৪অগাস্ট পর্যন্ত পাকিস্তানে, বাংলাদেশের আগে ৫ ও ৬আগস্ট ট্রফি থাকবে শ্রীলঙ্কায়। ১০ ও ১১আগস্ট কুয়েতে, ১২ ও ১৩আগস্ট বাহরাইনে থাকবে ট্রফি। ১৪ ও ১৫আগস্ট আবার ট্রফি আসবে ভারতে।
এরপর ১৬থেকে ১৮আগস্ট ইতালি, ১৯ ও ২০আগস্ট ফ্রান্স, ২১থেকে ২৪আগস্ট ইংল্যান্ড, ২৫ ও ২৬আগস্ট মালয়েশিয়া, ২৭ ও ২৮আগস্ট উগান্ডা, ২৯ ও ৩০আগস্ট নাইজেরিয়ায় হবে ট্রফি ট্যুর। ৩১আগস্ট থেকে ৩সেপ্টেম্বর ট্রফি থাকবে দক্ষিণ আফ্রিকায়। তারপর ৪সেপ্টেম্বর পৌঁছাবে ভারতে।
একদিনের ওয়ান ডে ওয়ানডে ক্রিকেটের আমেজ বাংলাদেশ জুড়েও বিরাজ করছে। ওয়ানডে ক্রিকেট এটাই সবচেয়ে বড় চমক। এখন শুধু অপেক্ষার পালা।