আজ ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি

লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে-২০২২ উদ্বোধন

লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে-২০২২ উদ্বোধন
ছবি- বিডিহেডলাইন্স

আহসান হাবীব পারভেজ
স্টাফ রির্পোটার।।

তৃনমুল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ জুন) দুপুর ১২ টার দিকে লালমনিরহাটে জেলা কালেক্টরেট মাঠে উদ্বোধন হয়। লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, লালমনিরহাট মোহাম্মদ উল্যাহ, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটিসহ প্রমুখ ।

ছবি- বিডিহেডলাইন্স

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলার ১০টি কলেজ অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে লালমনিরহাট সরকারি কলেজ বালক অনূর্ধ্ব -১৭ ও উত্তর বাংলা কলেজ বালক অনূর্ধ্ব-১৭ দুটি দল অংশগ্রহন করে। প্রধান অতিথি মোহাম্মদ উল্যাহ তাঁর বক্তব্যে বলেন- “লালমনিরহাট জেলা প্রশাসক তৃনমূল থেকে খেলোয়াড় তুলে আনার জন্য বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করেছে। মাদক মুক্ত যুব সমাজ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি গুরুত্ব আরোপ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছ। তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধের উপলব্ধি ঘটে, যা আমাদের চারিত্রিক বিকাশ ঘটাতে সাহায্য করে। খেলাধুলা মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে সাহায্য করে” ।

উক্ত খেলায় সাধারণ জনগনের উপস্থিতি উক্ত খেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights