আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

নোয়াখালীতে আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক সহ-সভাপতি মোঃ দুলাল (৪৭) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫মে) রাত ৯টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাংলা বাজারে এ ঘটনা ঘটে। আহত দুলাল আন্ডারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুর ইসলামের ছেলে।

আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব জানান- বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্ডারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের বাড়িতে একটি সালিশে যান দুলাল। সালিশ শেষে তিনি মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। মোটরসাইকেলটি বাংলাবাজারের পূর্ব পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর নির্দেশ দেন।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন- দুর্বৃত্তদের গুলিতে আ. লীগ নেতা দুলাল গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অপর মোটরসাইকেল আরোহী আহত হন। দুলালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights