আজ ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আজকে দেশে আলু আসতে শুরু করেছে- বাণিজ্যমন্ত্রী

  • In জাতীয়, ব্যবসা বাণিজ্য
  • পোস্ট টাইমঃ ৯ নভেম্বর ২০২৩ @ ০৪:০৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ নভেম্বর ২০২৩@০৪:০৯ অপরাহ্ণ
আজকে দেশে আলু আসতে শুরু করেছে- বাণিজ্যমন্ত্রী

।।নিজস্ব প্রতিবেদক।।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আজকে দেশে আলু আসতে শুরু করেছে। ৬৮ হাজার টন আলু দেশে এসেছে। যা আমাদের জন্য কিছুই না। কিন্তু তারই প্রভাব পড়তে শুরু করেছে। অসাধু ব্যবসায়ীরা বুঝতে পারছেন আলু ঢুকবে, তারা দাম কমাতে শুরু করেছেন। এই কথা সত্যি অসাধু ব্যবসায়ীরা বারবার সুযোগ নেয়। আমরা চেষ্টা করছি, সীমিত জনশক্তি নিয়ে একে নিয়ন্ত্রণ করার।’

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে দেশব্যাপী ১ কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও চালসহ টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম, ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাজধানীর মালিবাগ এলাকায় অবস্থিত পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আঞ্চলিক কার্যালয়।

নিত্যপ্রয়োজনীয় মূল্যবৃদ্ধির কারণ হিসেবে অসাধু ব্যবসায়ীদের দুষেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘আলু কোল্ড স্টোরেজে থাকায় ঠিক ব্যবসায়ীরা কিছুটা সুযোগ নিচ্ছেন।’

এ সময় আলুর উৎপাদন সংক্রান্ত কৃষি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য খণ্ডন করে তিনি বলেন, ‘আমাদের কৃষি মন্ত্রণালয় বলছে, এক কোটি দেশে উৎপাদিত হয় ৭-৮ লাখ মেট্রিক টন আলু। আর আমরা ভোগ করি ৭০-৭৫ লাখ মেট্রিক টন। তাহলে ২৭ লাখ মেট্রিক টন আলু উদ্বৃত্ত থাকার কথা। কিন্তু আমরা এই হিসাবটি সঠিক বলে দেখছি না।’

টিপু মুনশি বলেন, ‘আজকে আমরা সব কোল্ড স্টোরেজ হিসাব করে দেখেছি, এক কেজি আলুও আমদানি হয়নি। তাহলে কোথাও ভুল রয়েছে। হয় উৎপাদনের পরিসংখ্যানে ভুল আছে, অথবা চাহিদাতে ভুল আছে। এই ভুলের কারণে সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তারা আজকে কোল্ড স্টোরেজে পণ্য রেখেছেন। সেই পণ্যের ওপর দাম বাড়িয়ে দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছেন। সেটি আমরা নিরসন করার চেষ্টা করছি এবং পাশাপাশি আলু আমদানির ব্যবস্থা করেছি।’

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights