আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

খুলনা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে পুলিশের মামলা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ নভেম্বর ২০২৩ @ ০৮:০৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ নভেম্বর ২০২৩@০৮:১০ অপরাহ্ণ
খুলনা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে পুলিশের মামলা

।।খুলনা ব্যুরো।।

বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে‌ পুলিশ। গত মঙ্গলবার খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন এস আই খালিদ উদ্দিন। আজ বুধবার রাতে মামলার তথ্য জানতে পারেন বিএনপি নেতারা।

এই মামলায় খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৪৭ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহিরসহ বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় পৃথক আরেকটি মামলা হয়। সোনাডাঙ্গা থানার এস আই নিয়াজ মোরশেদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার এই মামলায় ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, সরকারের বিরুদ্ধে নাশকতামূলক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights