আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লক্ষীছড়িতে যুবদের নেতৃত্ব বিকাশ ঘটাতে ইয়ুথ গ্রুপ গঠন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩০ নভেম্বর ২০২৩ @ ০৩:৩৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৩@০৩:৩৮ অপরাহ্ণ
লক্ষীছড়িতে যুবদের নেতৃত্ব বিকাশ ঘটাতে ইয়ুথ গ্রুপ গঠন

মিলন ত্রিপুরা
খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় যুবদের নেতৃত্ব বিকাশ ঘটাতে ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার কমিউনিটি সেন্টারে আস্থা প্রকল্পের মনিটরিং অফিসার মিহির কান্তি ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান, স্থানীয় জনপ্রতিনিধি ও যুব নেতৃবৃন্দরা।

সভায় বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি, যুবদের সাথে বয়োজেষ্ঠ্যদের মেলবন্ধন তৈরি করার মাধ্যমে যুব নেতৃত্ব বিকাশ ঘটানো এবং জাতীয় যুবনীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ে বিভিন্ন প্রান্তিক যুবগোষ্ঠী (নারী ও পুরুষ)- দের সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্ত করণের উদ্যোগ সৃষ্টি করা। এতে ২০৩০ সালের মধ্যে এসডিজি’র অর্জনে সহায়ক হিসেবে কাজ করবে।

আলোচনা সভা শেষে সুবিতা চাকমাকে আহ্বায়ক, মো. আব্বাস ও পাইক্রই মারমাকে যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights