আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাজধানীতে বৃষ্টি, গরমের পর মিললো স্বস্তি

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২১ মে ২০২৩ @ ০৬:০২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ মে ২০২৩@০৬:৫৭ পূর্বাহ্ণ
রাজধানীতে বৃষ্টি, গরমের পর মিললো স্বস্তি

আজ রাজধানীতে ছিল অসহনীয় গরম। দাবদাহে যখন দুর্বিষহ অবস্থা, এরমধ্যেই সন্ধ্যা থেকে আকাশ মেঘলা হয়ে আসে। এরপর রাত সাড়ে ৮টা নাগাদ বইতে শুরু করে কালবৈশাখী ঝড়। মুষলধারে টানা বৃষ্টি হয়েছে, প্রায় আধাঘণ্টার বৃষ্টিতে রাজধানীবাসি গরম থেকে স্বস্তি পেয়েছে।

ছবি: সংগ্রহ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ‘ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আগামীকালও চলতে পারে। এর ফলে তাপমাত্রা কমবে, দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে। এই আবহাওয়া চলতি সপ্তাহজুড়েই থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights