আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে ইয়াবা ও মোবাইল উদ্ধারঃ আটক-৩

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৮ জুন ২০২৩ @ ০৯:১৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুন ২০২৩@০৯:১৪ অপরাহ্ণ
কালীগঞ্জে ইয়াবা ও মোবাইল উদ্ধারঃ আটক-৩

মোসলেম উদ্দিন রনি
স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৩৫০ পিচ ইয়াবা ও ৪ টি মোবাইল ফোন উদ্ধারসহ চার মাদক কারবারিকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ।

রোববার (১৮জুন) কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভোর পাঁচটার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার জাকির হোসেনের বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, উপজেলার চন্দ্রপুর খামারভাতি এলাকার জহুরুল ইসলামের ছেলে রাকিব ইসলাম(২০), আবুল কাশেমের ছেলে রেজাউল করিম আখের(২৩) ও হাবিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম রফিক(৩০)। পালাতে সক্ষম হলেন একই এলাকার ওবায়দুল হকের ছেলে বাদশা(৪০) ও জয়নাল আবেদীনের ছেলে জাকির হোসেন(৩০)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বিডি হেডলাইন্সকে বলেন, গত রাত ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার জাকির হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩৫০ পিচ ইয়াবা ৪ টি মোবাইল ফোন উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, আটককৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights