আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ত্রিপুরায় ট্রেন থেকে ৫ বাংলাদেশি আটক

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১১ জুন ২০২৩ @ ১০:৫১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ জুন ২০২৩@১১:২১ পূর্বাহ্ণ
ত্রিপুরায় ট্রেন থেকে ৫ বাংলাদেশি আটক

ইন্টারন্যাশনাল ডেস্ক

ভারতের উত্তর ত্রিপুরা জেলার ধর্মসাগর রেল স্টেশন থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাঙ্গালোরগামী হামসফর এক্সপ্রেস ট্রেন থেকে গতকাল শনিবার তাদের আটক করা হয়।

রাজ্য পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ গ্রেপ্তারকৃত হলেন, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, শাহাব আলি শেখ, মুমতাজ আকবর এবং রোজিনা বেগম। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের বাসিন্দা বলে স্বীকার করেছে।

ওই পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ওই বাংলাদেশিরা বাংলাদেশের আমতলি এলাকা দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ব্যাঙ্গালোর যেতে তারা প্রত্যেকে রফিকুলকে ২০ হাজার রুপি করে দিয়েছে বলেও দাবি করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই মামলার তদন্তও শুরু হয়েছে।

এর আগে গত ১৬ মে একই রেল স্টেশন থেকে পাঁচ রোহিঙ্গাকে আটক করা হয়। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ট্রেনে করে জম্মু যেতে চেয়েছিল।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রতিবেদন অনুযায়ী, ত্রিপুরায় বিভিন্ন অভিযানে ২০২২ সালে ৩৫৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ১৬০ জন ভারতীয়, ১৫০ জন বাংলাদেশি এবং ৫৯ রোহিঙ্গা রয়েছে। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।

ইডে/কেএইচ/১১০৬২৩/১০;৫০

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights