বিডিহেডলাইন্স ডেস্ক:
শুটিং শেষে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মারা গেলেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। শুটিং সেরে অ্যাপ বাইকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বরানগরে লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
টিভি সিরিয়ালের চেনা মুখ সুচন্দ্রা দাশগুপ্ত। প্রতিদিনের মতোই গতকাল (২০মে) রাতে ফিরছিলেন শুটিং সেরে।
তার বাড়ি সোদপুরে। বরানগর থানার সামনে ঘোষপাড়া রোডে বেপরোয়া এক লরি বাইকের পেছনে এসে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তর। ঘাতক লরির চালককে এরই মধ্যে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী’তে সহ-অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতেন সুচন্দ্রা। দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বরানগর ঘোষপাড়া এলাকায়।