আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভবিষ্যতে সকল সাইন হবে ডিজিটাল – তথ্য সচিব মোঃ সামসুল আরেফিন

  • In জাতীয়, তথ্যপ্রযুক্তি
  • পোস্ট টাইমঃ ২১ সেপ্টেম্বর ২০২৩ @ ১২:৫৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৩@১২:৫৭ অপরাহ্ণ
ভবিষ্যতে সকল সাইন হবে ডিজিটাল – তথ্য সচিব মোঃ সামসুল আরেফিন
ছবি- বিডিহেডলাইন্স

মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন বলেন, ভবিষ্যতে সকল সাইন হবে ডিজিটাল পদ্ধতিতে এবং ডিজিটাল। সেসময় কোন কাগজের কোন নথি থাকবে না। একটি কিআরকোডের মাধ্যমে স্ক্যান করে তার সম্পর্কে তার পরিচয় জানা যাবে এবং ডিজিটাল ভাবে স্বাক্ষর করবে। কোন অনিয়ম বা হ্যাক করতে পারবে না। প্রতিটি অফিসের কার্যক্রম ডিজিটালে হবে কোন কাগজের নথি থাকবে না।

আজ সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট কতৃপক্ষের নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজন ও মাদারীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে মাদারীপুরে ডিজিটাল নিরাপত্তায় কিশোরী মেয়েদের সচেতনতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিসিএ কার্যালয়ের নিয়ন্ত্রক(যুদ্ধসচিব) এ.টি.এম জিয়াউল ইসলামসহ ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়, শামসুন্নাহার ভুইয়া বালিকা উচ্চ বিদ্যালয়, চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী শিক্ষার্থী শিক্ষক বৃন্দ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights