আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে প্রায় ৮০ মেয়ে শিশুকে বিষপ্রয়োগ

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৫ জুন ২০২৩ @ ১০:৫৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ জুন ২০২৩@১০:৫৪ পূর্বাহ্ণ
আফগানিস্তানে প্রায় ৮০ মেয়ে শিশুকে বিষপ্রয়োগ

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

আফগানিস্তানের উত্তরাঞ্চলে দুই পৃথক ঘটনায় প্রায় ৮০ মেয়ে শিশু বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার স্থানীয় এক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, নিজেদের প্রাথমিক বিদ্যালয়ে আক্রান্ত হয় এসব শিশু। হামলাকারীর ব্যক্তিগত ক্ষোভ থাকার কথা জানালেও এর বেশি কিছু জানাননি ওই শিক্ষা কর্মকর্তা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এই খবর দিয়েছে।

গত শনি ও রবিবার আফগানিস্তানের শের-এ-পুল প্রদেশে ওই বিষপ্রয়োগের ঘটনা ঘটে। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে এটাই প্রথম এই ধরনের হামলা বলে মনে করা হচ্ছে।

তালেবান ক্ষমতা দখলের পর থেকে আফগান নারী ও মেয়ে শিশুদের অধিকার ও স্বাধীনতা ক্ষুন্ন হচ্ছে। ক্লাস সিক্সের পর মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বেশিরভাগ কাজ ও প্রকাশ্য স্থান থেকে নারীদের বিরত রাখা হচ্ছে।

প্রাদেশিক শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ রহমানি জানান, বিষপ্রয়োগের ঘটনা ঘটে সাংচাড়াত জেলায়। তিনি জানান নাসওয়ান-এ-কাবুদাব আব স্কুলে ৬০ জন এবং নসওয়ান-এ-ফয়জাবাদ স্কুলে আরও ১৭ শিক্ষার্থীকে বিষপ্রয়োগ করা হয়।

রহমানি বলেন, উভয় প্রাইমারি স্কুলই পরস্পরের কাছাকাঠি অবস্থিত আর একটার পর আরেকটাকে লক্ষ্যবস্তু বানানো হয়। আমরা শিক্ষার্থীদের হাসপাতালে নিয়েছি আর তারা এখন ভালো আছে।

এই ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে কেউ হয়তো ব্যক্তিগত ক্ষোভ থেকে তৃতীয়পক্ষকে দিয়ে হামলার ঘটনা ঘটিয়েছে।

উল্লেখ্য, গত বছর প্রতিবেশি দেশ ইরানেও গত বছরের নভেম্বরে স্কুলে মেয়ে শিশুদের ওপর একাধিক বিষপ্রয়োগের ঘটনা ঘটে। ওই ঘটনায় হাজার হাজার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার কথা জানায়। তবে ওই ঘটনায় কোন ধরনের রাসায়নিক ব্যবহার হয়েছে বা কে এর ব্যবহার করেছে তা কখনো জানা যায়নি।

ইডে/এসআর/তারিখ:০৫০৬২৩/১০:৫২

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights