আজ ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিডিহেডলাইন্স থেকে এম আর মিলন সহ ৫জনকে অব্যহতি প্রদান

বিডিহেডলাইন্স থেকে এম আর মিলন সহ ৫জনকে অব্যহতি প্রদান

।।স্টাফ রিপোর্টার।।

প্রাপ্ত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে ব্যর্থ হওয়ায় ও অফিস শৃঙ্খলা ভঙ্গ করায় বিডিহেডলাইন্স২৪ডট কম এর ডেপুটি চিফ রিপোর্টার এম.আর মিলন সহ লালমনিরহাটের চারটি উপজেলা প্রতিনিধি ও একজন স্টাফ রিপোর্টারকে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক অব্যহতি প্রদান করা হয়েছে। মোঃ শাহাজাহান আলী সুমন ( আদিতমারি),মোঃ ওসমান (পাটগ্রাম),মোসলেম উদ্দিন রনি( কালিগঞ্জ),জাহিদুল ইসলাম( হাতিবান্ধা) ও স্টাফ রিপোর্টার মোঃ বিপুল ইসলাম কে অত্র প্রতিষ্ঠান থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।

ডেপুটি চিপ রিপোর্টার এম.আর মিলন সহ উক্ত নামীয় ব্যক্তিদের সাথে অত্র প্রতিষ্ঠানের কোন প্রকার সম্পর্ক নেই। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিজ্ঞাপন, নিউজ সংক্রান্ত বিষয়ে তাদের সাথে যোগাযোগ বা লেনদেন করলে বিডিহেডলাইন্স২৪ডট কম এর দায়ভার গ্রহন করবে না।

১০ সেপ্টেম্বর ২০২৩ সালের পর থেকে তাদের সাথে কেউ কোন প্রকার যোগাযোগ করে প্রতারিত হলে অফিস কতৃপক্ষ দায়ী থাকবে না।

জ্ঞাতার্থে

আবু সীয়েম মোঃ মীর জনি
জেনারেল ম্যানেজার
বিডিহেডলাইন্স২৪ডট কম
প্রধান কার্যালয়
লালমনিরহাট

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
Verified by MonsterInsights