আজ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে ব্রিজের নিচে পড়েছিল কলেজছাত্রের মরদেহ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৮ ডিসেম্বর ২০২৩ @ ১২:১৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ ডিসেম্বর ২০২৩@১২:১৫ অপরাহ্ণ
ফরিদপুরে ব্রিজের নিচে পড়েছিল কলেজছাত্রের মরদেহ

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের ভাঙ্গায় একটি ব্রিজের নিচ থেকে সৌরভ মালো (২১) নামে এ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৮ ডিসেম্বর) সকালে ভাঙ্গা পৌরসভার কুমার নদের একটি জোড়া ব্রিজের নিচে থেকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সৌরভ জেলার নগরকান্দা উপজেলার মাঝিকান্দা এলাকার স্বপন মালোর ছেলে। সে নগরকান্দা মহাবিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের রিপোর্টের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। তবে, এটি হত্যা না-কি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি জানান, ওই কলেজছাত্রকে ব্রিজ থেকে নিচে ফেলিয়া হত্যা করা হলো কি-না, না-কি সে নিজে ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছি তা পুলিশ উদঘাটনে চেষ্টা করছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights