আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ফরিদপুরে ভয়াবহ রুপ নিয়েছে ডেঙ্গু , খোলা জায়গায় দেওয়া হচ্ছে চিকিৎসা

  • In সারাবাংলা, স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ৩ সেপ্টেম্বর ২০২৩ @ ০৪:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ সেপ্টেম্বর ২০২৩@০৪:৩৬ অপরাহ্ণ
ফরিদপুরে ভয়াবহ রুপ নিয়েছে ডেঙ্গু ,  খোলা জায়গায় দেওয়া হচ্ছে চিকিৎসা

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মৃত্যুও থেমে নেই। শয্যা সংকটে ফ্লোর-বারান্দা, সিড়ির নিচে ছাড়িয়ে এখন হাসপাতাল চত্বরে খোলা জায়গায় রোগীদের দেওয়া হচ্ছে চিকিৎসা। হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে যাতায়াতের জন্য যে রাস্তা রয়েছে সেই রাস্তাও দখলে নিয়েছে রোগীরা।

এদিকে রোববার (০৩ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১’শ ৮৪ জন রোগী।

নিহত ওই নারীর নাম মাজেদা বেগম (৫০)। মাজেদা বেগম রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর গ্রামের বাহাদুর শেখের স্ত্রী।

রোববার (০৩ সেপ্টেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার বিকালে ওই নারী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টার দিকে মারা যান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা আশরাফ হোসেন বলেন, আমি ঢাকাতে থাকি। হঠাৎ করেই জ্বর আসলে বাড়িতে চলে আসি দুই দিন আগে। প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই, সেখান থেকে ফরিদপুরে পাঠিয়ে দেয়। শনিবার থেকে ভর্তি রয়েছি, বেড পাইনি। যে পরিমান রোগী তাতে মনে হয় বেড পাবোনা। হাসপাতালে রোগী বাড়ায় সেবা ঠিকমত পাচ্ছিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন রাসেল আহমেদ বলেন, তিন দিন ভর্তি রয়েছি, এখনও বেড পাইনি। ফ্লোরে থাকতে হচ্ছে, নেই কোনো ফ্যান, গরমে খুব কষ্ট হচ্ছে। তারপর আবার মশার উপদ্রব রয়েছে। এমনিতে গরম তারপর মশারি টাঙালে আরো গরম লাগে।

বৃদ্ধা ছাবিনা বেগমের ছেলে ডেঙ্গুতে আক্রান্ত। হাসপাতালের সিড়ির নিচে ছেলেকে নিয়ে আছেন তিনি। তিনি বলেন, হাসপাতালের ফ্লোর, বারান্দা, সিড়ির নিচে কোথাও কোনো জায়গা নেই। এখন রোগীদের হাসপাতালের বাইরে রাখা হচ্ছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১’শ ৮৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪’শ ৫৪ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২’শ ১১ জন।

তিনি আরো জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন। রাজবাড়ী জেলার পাঁচ জন, ফরিদপুরের ছয় জন, মাগুরা জেলার এক জন, মাদারীপুরের এক জন ও গোপালগঞ্জ জেলার দুই জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৫হাজার ১শ ৬০ জন। এর মধ্যে ৪হাজার ৬’শ ৯ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights