আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কাহালুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • In শিক্ষা, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৩ জুলাই ২০২৩ @ ০৬:৪৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ জুলাই ২০২৩@০৬:৪৬ অপরাহ্ণ
কাহালুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

।।কাহালু (বগুড়া) প্রতিনিধি।।

“সবাই মিলে গড়ব দেশ দূর্নীতি মুক্ত বাংলাদেশ” বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে। বগুড়ার কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং সার্বিক ব্যবস্হাপনায়, দুর্নীতি দমন কমিশন, বগুড়া।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কাহালু উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা -২০২৩ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মোঃ মাকসুদুর রহমান (মাসুদ)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু মুছা। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপসহকারী পরিচালক দূদক বগুড়া মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে আর ও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেনসহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রউফ ও কমিটির সদস্য প্রভাষক মোঃ ওয়েদুজ্জামান চন্দন।

উল্লেখ্য যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর ছিলেন কাহালু সরকারি ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক মোছাঃ নাজমুল আক্তার, কাহালু আর্দশ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও কমিটির সদস্য মোঃ মিল্লাত হোসেন, কাহালু উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোছাঃ রিফাত আক্তার খানম। বিতর্ক প্রতিযোগিতায় যে দুটি দল অংশ গ্রহণ করেন কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুধীজন, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights