আজ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অষ্ট প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান

  • In ধর্ম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ জুন ২০২৩ @ ০১:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ জুন ২০২৩@০১:৩০ অপরাহ্ণ
অষ্ট প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান

জ্যোতি মিস্ত্রি
।।বটিয়াঘাটা প্রতিনিধি।।

গতকাল ১লা জুন বটিয়াঘাটা উপজেলার দেবিতলা সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণ অষ্ট প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান চলছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ হালদার- সাধারণ সম্পাদক বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগ, চঞ্চলা মন্ডল- মহিলা ভাইস চেয়ারম্যান বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগ,শ্রীমন্ত রাহুল অধিকারী খুলনা জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, বিমান সাহা সাধারণ সম্পাদক জেলা পূজা উদযাপন পরিষদ, অজিত কুমার সদস্য জেলা পূজা উদযাপন পরিষদ, শাওন বিশ্বাস ও স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সাধারণ জনগণ জানান তাদের আগমনে অনুষ্ঠানটি আনন্দময় হয়ে উঠেছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights