আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বৃষ্টিতে ঘরের স্যাঁতসেঁতে গন্ধ দূর করার ৫ উপায়

  • In লাইফস্টাইল
  • পোস্ট টাইমঃ ২০ আগস্ট ২০২৩ @ ০৯:১৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ আগস্ট ২০২৩@০৯:১৭ পূর্বাহ্ণ
বৃষ্টিতে ঘরের স্যাঁতসেঁতে গন্ধ দূর করার ৫ উপায়

।।লাইফস্টাইল ডেস্ক।।

বর্ষাকালে খুব কম রোদের দেখা পাওয়া যায়। রোদের অভাবে জামাকাপড় শুকানো সম্ভব হয় না। ভিজে জামাকাপড়গুলো ঘরেই সুবিধামতো একটি কোণে মেলে রাখা ছাড়া কোনো উপায় থাকে না। ভিজা জামাকাপড় ঘরে শুকানোর ফলে ঘরে কেমন একটা স্যাঁতসেঁতে গন্ধে ভরে যায়।

বৃষ্টির পানির ভয়ে জানালাও বন্ধ থাকে। এতে বাইরের আলো-বাতাস ঢুকতে পারে না। ফলে ঘরে ঢুকলেই একটা ভাপসা গন্ধ নাকে আসে। ঘরের এই গন্ধ দূর করার কয়েকটি ঘরোয়া উপায় জেনে নিন।

১. ভাপসা গন্ধ দূর করতে ঘরের উঁচু জায়গায় বাটিতে কিছুটা ভিনেগার রেখে দিলে ভিনেগার ঘরের গন্ধ শুষে নেবে। ফলে ঘরের স্যাঁতসেঁতে গন্ধ দূর হবে।

২. বাজারে সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। মাঝে মাঝে সেগুলো জ্বালিয়ে রাখতে পারেন। ঘরের শোভা বাড়ার সঙ্গে সঙ্গে ভাপসা গন্ধও দূর হবে।

৩. গন্ধ দূর করতে পছন্দের রুম ফ্রেশনার ব্যবহার করতে পারেন। গন্ধ অনেকক্ষণ স্থায়ী থাকে এমন মানসম্পন্ন ফ্রেশনার কিনতে হবে।

৪. বৃষ্টির সময় জানালা বন্ধ রাখলেও বৃষ্টি থেমে গেলে জানালা খুলে দিন। এতে বাইরের ঠাণ্ডা হাওয়া এসে ভ্যাপসা ভাবটা দূর করে দেবে।

৫. দরজা-জানলার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। বর্ষাকালে সপ্তাহে একবার করে পর্দা ধুয়ে দিলে ভালো।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights