আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মস্কোর একই বহুতল ভবনে ফের ড্রোন হামলা

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১ আগস্ট ২০২৩ @ ১০:৩৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ আগস্ট ২০২৩@১০:৩৯ পূর্বাহ্ণ
মস্কোর একই বহুতল ভবনে ফের ড্রোন হামলা

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

রাশিয়ার রাজধানী মস্কোর একটি বহুতল ভবনে আবারও ড্রোন হামলা হওয়ার কথা জানিয়েছেন মেয়র সের্গেই সোবিয়ানিন। তিনি জানিয়েছেন, রাতভর বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে কিন্তু ‘একটি মস্কোভা সিটি কমপ্লেক্সের একই টাওয়ারে আছড়ে পড়ে’। রবিবারও ওই টাওয়ারকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল বলে জানান তিনি।

মেয়র জানিয়েছেন, ভবনটির সম্মুখভাগে ২১তম তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের কথা জানা যায়নি। নতুন এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিয়েভ সাধারণত এসব ইস্যুতে কখনো মন্তব্য করে না।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, ড্রোনের আঘাতে ভবনটির দেড়শ বর্গমিটার জায়গা ধ্বংস হয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরা কাজ করছেন বলে জানান তিনি।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো অঞ্চলে বিমানপ্রতিরোধী ব্যবস্থা দুইটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। তারা জানিয়েছে, আরেকটি ড্রোন ইলেক্ট্রিক যুদ্ধাস্ত্রে দুর্বল হয়ে অ-আবাসিক মস্কোভা সিটি কমপ্লেক্সে আঘাত হেনেছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights