আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা চাঁদের ২ দিনের রিমান্ড মন্জুর

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৫ জুলাই ২০২৩ @ ০৭:২৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ জুলাই ২০২৩@০৭:২৯ অপরাহ্ণ
বিএনপি নেতা চাঁদের ২ দিনের রিমান্ড মন্জুর

হাবিবুর রহমান পলাশ
সাতক্ষীরা প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দায়ে গ্রেপ্তার রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদের ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে সাতক্ষীরা আদালত।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাইদ চাঁদকে নিয়ে আসা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ইকবাল হোসেন ৫ দিনের রিমান্ডের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক জিয়ারুল ইসলাম ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. তামিম আহমেদ সোহাগ। অন্যদিকে আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. কামরুজ্জামান ভুট্টো ও এ্যাড. এসএম আকবর আলী।

সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌসুলী এ্যাড. আব্দুল লতিফ জানান, আসামী চাঁদ পূর্বে গ্রেপ্তার থাকায় ২৩ জুলাই রোববার তাকে শ্যোন অ্যারেস্ট(দৃশ্যত গ্রেপ্তার) দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিলো। আজ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

উল্লেখ্য গত ১৯ মে তারিখে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মামলা হবার পর ২৫ মে তারিখে সাতক্ষীরায় একটি মামলা দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো। এই মামলায় আজ আবু সাইদ চাঁ

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights