আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পাকিস্তানপন্থীদের ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে: ইনু

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২২ জুলাই ২০২৩ @ ০৫:৫৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ জুলাই ২০২৩@০৭:২৯ অপরাহ্ণ
পাকিস্তানপন্থীদের ষড়যন্ত্র মোকাবিলা  করেই দেশকে এগিয়ে নিতে হবে: ইনু

।।নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, পাকিস্তানপন্থীদের ষড়যন্ত্রের রাজনীতি মোকাবিলা করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, পাকিস্তানপন্থীর রাজনীতির ধারক-বাহক বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক সঙ্গীদের ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিতহবে।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহেরের ৪৭তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর কমিটি সমূহ এবং জাসদের সহযোগী সংগঠনসমূহ শহীদ কর্নেল তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে। এতে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাসদের কার্যকরী সভাপতি এডভোকেট রবিউল আলম, জাসদের সহ-সভাপতি ও ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার প্রমুখ।

হাসানুল হক ইনু বলেন, কর্নেল তাহের ছিলেন একজন মহান দেশপ্রেমিক আর জিয়া একজন বিশ্বাসঘাতক খলনায়ক। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল এবং তাহেরকে হত্যা করেছিল, জাসদকে নির্মূল করতে চেয়েছিল-তারা এখনো পাকিস্তানপন্থীর রাজনীতিরই ধারক-বাহক। এরা বাংলাদেশ রাষ্ট্রের আদি শত্রু। এরা দেশে সাংবিধানিক ধারা বানচাল করে নির্বাচনী ব্যবস্থার বিরোধীতা করে অসাংবিধানিক-অস্বাভাবিক সরকার এনে ঘোলা জলে পাকিস্তানপন্থীর রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, শোষণ-বৈষম্য-দুর্নীতির অবসান করে সুশাসন ও সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামের মধ্যেই কর্নেল তাহেরের স্বপ্ন ও আদর্শ বেঁচে থাকবে। জাসদ ঢাকাসহ সারাদেশে জেলা-উপজেলায় আজ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে জেলা-উপজেলা কার্যালয়ে দলের পতাকা অর্ধনমিতকরণ ও কালোপতাকা উত্তোলন, কর্নেল তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভায় মাধ্যমে ঢাকাসহ সারা দেশে তাহের দিবস পালন করে। এছাড়াও জাসদ কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল এবং ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি, নেত্রকোনা জেলা কমিটি সকাল ১১ টায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় কাজলা গ্রামে শহীদ কর্নেল তাহেরের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights