আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

অভিষেকেই মেসির গোলে বিজয়: উল্লাসে দর্শক

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২২ জুলাই ২০২৩ @ ১২:০৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ জুলাই ২০২৩@১২:১৩ অপরাহ্ণ
অভিষেকেই মেসির গোলে বিজয়: উল্লাসে দর্শক

।।ক্রীড়া প্রতিবেদক।।

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে গিয়ে অভিষেক রাঙালেন বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার শেষ মুহূর্তের দারুণ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। শনিবার বাংলাদেশ সময় সকালে আর লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ২-১ গোলে জিতেছে মায়ামি। পূর্ণাঙ্গ ৯০ মিনিট শেষে যোগ করা সময়েও চলছিল ১-১ সমতা। খেলার একদম অন্তিম মুহূর্তে ৯৪ মিনিটে সুযোগ কাজে লাগান বিশ্বের অন্যতম সেরা তারকা। ফ্রি-কিক থেকে গোল করে আলোচিত অভিষেক দেখতে আসা বিপুল মানুষকে আনন্দ দেন তিনি।

অভিষেক ম্যাচে প্রথমার্ধে মাঠে নামেননি মেসি। তাকে বেঞ্চে বসিয়ে দর্শকদের অপেক্ষায় রাখেন কোন জেরার্দো টানা মার্তিনো। দর্শকের অপেক্ষা অবশ্য বিফল হয়নি। বিরতির পর ৫৪ মিনিটে মেসি মাঠে নামলে তার নামে উঠে রব। মেসির সঙ্গে এ সময় মাঠে নামেন সার্জিও বুসকেটসও। ৪৪ মিনিটে রবার্ট টেইলরের গোলে এগিয়ে যাওয়া মায়ামি মেসিদের নিয়ে ৬৫ মিনিটে গোল হজম করে বসে। ১-১ গোলের সমতাই শেষ হওয়ার দিকে ছিল ম্যাচ। মেসি অবশ্য বল পায়ে নিয়েই দেখাতে থাকেন নিজের কারিকুরি।

মেসির খেলা দেখতে গ্যালারিতে ছিলেন মায়ামির অন্যতম সত্ত্বাধিকারী ডেভিড বেকহাম, মেসির প্রাক্তন সতীর্থ ও বন্ধু সার্জিও আগুয়েরা, বাস্কেটবল তারকা লেব্রন জেমস, টেনিস তারকা সেরানা উইলিয়ামস, মডেল কিম কারদেশিয়ান। তাদের সবাইকে বিমোহিত করে ৯৪ মিনিটে মেসি মাতেন উল্লাসে। বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পেয়ে দারুণ শটে বল জালে জড়ান তিনি। জিতে যায় ইন্টার মিয়ামি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights