আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২২ জুলাই ২০২৩ @ ১১:২৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ জুলাই ২০২৩@১১:২৮ পূর্বাহ্ণ
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

দখলকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। ওই অঞ্চলে চলমান সহিংসতার সবশেষ বলি এই দুই ফিলিস্তিনি কিশোর।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৭ বছরের মোহাম্মদ ফাউদ আত্তা আল-বায়েদের মাথায় গুলি চালায় ইসরায়েলি বাহিনী। রামাল্লাহর নিকটবর্তী উম সাফা গ্রামে এক বিক্ষোভের সময় তাকে গুলি করা হয়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত ওই কিশোর জালাজোন শরণার্থী শিবিরের বাসিন্দা। শিবিরটি রামাল্লাহর উত্তরে। গুলিবিদ্ধ অবস্থায় কিশোরকে ইশতিসারি আরব হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওয়াফা জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলি বাহিনী তাজা গুলি, টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড ব্যবহার করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তাদের লক্ষ্য করে মুখোশধারী সন্দেহভাজনরা পাথর নিক্ষেপ শুরু করলে আধাসামরিক সীমান্ত পুলিশ ইউনিট গুলি চালায়। তারা একজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য দিলেও বিস্তারিত কিছু বলেনি। ফিলিস্তিনি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

শুক্রবার আরও পরের দিকে অপর গুলি চালানোর ঘটনা ঘটে। পশ্চিম তীরের নাবলুস এলাকায় এক ব্যক্তি নিহত এবং অপর একজন মারাত্মক আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। ইসরায়েলি বাহিনীর দাবি, একটি গাড়ি এলোমেলো চালিয়ে দেয়ার চেষ্টা করা হলে গুলি চালিয়েছে তারা।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights