আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নৃশংসতা বর্ণনা দিলেন মনিপুরে নিপীড়িত নারীর মায়ের মা

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২২ জুলাই ২০২৩ @ ১১:২৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ জুলাই ২০২৩@১১:২৪ পূর্বাহ্ণ
নৃশংসতা বর্ণনা দিলেন মনিপুরে নিপীড়িত নারীর মায়ের মা

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভারতের মনিপুর রাজ্যে জাতিগত সহিংসতার মধ্যে বিবস্ত্র করে হাঁটানো দুই নারীর মধ্যে একজনের মায়ের সাক্ষাৎকার নিয়েছে দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি। ওই মা বলেছেন, তাদের পরিবারের পক্ষে আর কখনোই নিজেদের গ্রামে ফেরা সম্ভব না। তিনি অভিযোগ করেন মানুষ রক্ষা কিংবা সহিংসতা থামাতে যথেষ্ট পদক্ষেপ নেয়নি মনিপুর সরকার।

মেয়েকে ছিনিয়ে নেয়ার আগে তার স্বামী ও ছেলেকে হত্যা করে দলবদ্ধ পুরুষের একটি দল। দুই নারীকে বিবস্ত্র করে রাস্তায় হাটানোর ঘটনা সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ভারতে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। মাইতি ও কুকি জাতিগোষ্ঠীর মধ্যে সহিংসতা চলার সময় গত ৪ মে এই ঘটনা ঘটে। দেশজুড়ে সমালোচনার মধ্যে শুক্রবার পর্যন্ত ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিপীড়িত এক নারীর মা বলেন, আমি আমার সবচেয়ে ছোট ছেলেকে হারিয়েছি, সেই ছিল আমার সব আশা। আমার আশা ছিল সে দ্বাদশ শ্রেণী পাস করবে আর সেকারণে অনেক কষ্ট করে আমি তাকে ভালোভাবে পড়াশোনা করতে স্কুলে পাঠিয়েছি। আমার বড় ছেলের কাজ ছিল না। ফলে আমি যখন পরিবারের ভবিষ্যত চিন্তা করতাম, কোনো আশা দেখতে পেতাম না। আমি হতাশ এবং অসহায় বোধ করছি এই কথা বলা ছাড়া, আমার মনে কিছুই নেই।

দুই জাতিগোষ্ঠীর মধ্যে বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে বলে জানিয়ে ওই নারী বলেন, গ্রামে ফিরে যাওয়ার কথা তার মনে কখনোই আসেনি। তিনি বলেন, আমাদের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে, আমাদের ক্ষেত ধ্বংস করা হয়েছে। ফিরে গিয়ে কী করবো? আমার গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছে। জানি না আমার এবং পরিবারের ভবিষ্যত কি, কিন্তু ফিরে যেতে পারবো না।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights