আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বেলারুশে যেকোনো আগ্রাসন রাশিয়ায় হামলা বিবেচিত হবে : পুতিন

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২২ জুলাই ২০২৩ @ ১১:২২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ জুলাই ২০২৩@১১:২২ পূর্বাহ্ণ
বেলারুশে যেকোনো আগ্রাসন রাশিয়ায় হামলা বিবেচিত হবে : পুতিন

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

সাবেক সোভিয়েত ইউনিয়ন বেলারুশ নিয়ে পোল্যান্ডের আঞ্চলিক আকাঙ্ক্ষা রয়েছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, প্রতিবেশি এবং মিত্র দেশ বেলারুশে যেকোনো আগ্রাসন রাশিয়ায় হামলা বলে বিবেচনা করা হবে।

শুক্রবার টেলিভিশনে প্রচারিত এক মন্তব্যে পুতিন সতর্ক করে বলেন, সম্ভাব্য হামলা থেকে বেলারুশকে রক্ষায় মস্কো সব কিছু ব্যবহার করবে।

পুতিন বলেন, পশ্চিম ইউক্রেনে অভিযান চালাতে পোলিশ-লিথুয়ানিয়ান ইউনিট ব্যবহারের পরিকল্পনা চলার খবর আছে। অতীতে পোল্যান্ডের অধীনে থাকা অংশটি তারা চূড়ান্তভাবে দখলে নিতে চায় বলে দাবি করেন পুতিন।

ক্রেমলিনের নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে পুতিন বলেন, ‘কিন্তু এটা বেলারুশের বিষয়, তারা ইউনিয়ন স্টেট এর অংশ। বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন ছড়িয়ে পড়া মানে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে আগ্রাসন শুরু হওয়া। এর প্রতিক্রিয়ায় আমরা আমাদের সব উপায় ব্যবহার করবো। কোনো প্রমাণ না দিয়েই পুতিন বলেন, সবাই জানে তারা বেলারুশের ভূমির স্বপ্নও দেখে।

ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের জোরালো সমর্থকদের অন্যতম পোল্যান্ড। দেশটি দাবি করে আসছে ইউক্রেন কিংবা বেলারুশে তাদের কোনো আঞ্চলিক অভিলাষ নেই।

মস্কোর বৈঠকে পুতিন দাবি করেন পোল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় অংশ দেশটিকে উপহার দিয়েছেন সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন। পুতিন বলেন, ‘পশ্চিমা পোলিশ অঞ্চলকে পোল্যান্ডকে উপহার দিয়েছিলেন স্ট্যালিন। আমাদের ওয়ারসোর বন্ধুরা কি তা ভুলে গেছেন? আমরা তাদের মনে করিয়ে দেব।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights