।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক বলেছেন, ইয়েভগেনি প্রিগোজিনের সঙ্গে কোন আচরণ করা হবে তা নিয়ে সময়ক্ষেপণ করতে চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন গত মাসে রাশিয়ায় এক সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন।
সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেছেন, ওই বিদ্রোহে পুতিনের তৈরি করা ক্ষমতা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ হয়ে পড়েছে। আসপিয়ান নিরাপত্তা ফোরামে তিনি বলেছেন, রুশ নেতা হয়তো এখনো প্রিগোজিনের ওপর প্রতিশোধ নিতে চাইতে পারেন। বৃহস্পতিবার বার্নস বলেন, আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে এক জটিল নাচ।
বার্নস বলেন প্রিগোজিনকে এখন রাশিয়া এবং বেলারুশের এখানে ওখানে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। তবে রুশ প্রেসিডেন্ট প্রতিশোধ নেয়ার আগে সময়ক্ষেপণ করছেন বলে মনে করেন বার্নস।
সিআইএ পরিচালক বলেন, আফ্রিকা, সিরিয়া, লিবিয়ার মতো জায়গাতে এখনো রুশ নেতৃত্বের কাছে ওয়াগনার যোদ্ধাদের গুরুত্ব রয়ে গেছে। সেকারণে পুতিন এসব যোদ্ধাদের তাদের নেতাদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করতে পারেন।
বার্নস বলেন, পুতিন এমন একজন মানুষ যিনি সাধারণত মনে করেন ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রতিশোধ নেয়া সবচেয়ে ভালো।