আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নড়াইলে তিন মহিলা মাদক কারবারির যাবজ্জীবন

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ নভেম্বর ২০২৩ @ ০৭:১৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ নভেম্বর ২০২৩@০৭:১৬ অপরাহ্ণ
নড়াইলে তিন মহিলা মাদক কারবারির যাবজ্জীবন
ছবি- বিডিহেডলাইন্স

কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।

নড়াইলে একটি মাদক মামলায় তিন মহিলা মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

রোববার (১২ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি শাহিদা বেগম (৪০) যশোর জেলার চৌগাছা থানার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে ও ফাতেমা বেগম (৩৮) একই এলাকার মৃত মওলা বক্সের মেয়ে । অপর পলাতক আসামী পেয়ারা বেগম (৪০) গোপালগঞ্জ জেলার নিজড়া সরদারপাড়া গ্রামের মৃত বেলায়েত সরদারের মেয়ে।

মামলার বিবরণে জানা গেছে, লোহাগড়া থানার মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানকালে ২০১১ সালের অক্টোবর মাসের ১২ তারিখে বিকাল সাড়ে পাঁচটার দিকে লোহাগড়ার জয়পুর খেয়াঘাটে পারাপারের সময় তল্লাশিকালে শাহিদার ওড়নায় মোড়ানো ৪০ বোতল, ফাতেমার কোমরে বিশেষ কায়দায় থাকা ২৫ বোতল ও আসামী পেয়ারা বেগমের কাছে থাকা ২৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এএসআই মনিরুল ইসলাম বাদি হয়ে তিনজনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

দুমকিতে ৪২ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার, মূলহোতা পলাতকদুমকিতে ৪২ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার, মূলহোতা পলাতক মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আলমগীর সিদ্দিকী জানান, আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অবৈধ মাদকদ্রব্য রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শাহিদা বেগম, ফাতেমা বেগম ও পলাতক পেয়ারা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights