।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
সীমান্ত পাড়ি দিয়ে ঢুকে পড়া চাকুরিরত এক মার্কিন সেনাকে আটকের কথা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং জানিয়েছে অনুমতি ছাড়া ওই সেনা দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ায় ঢুকে পড়ে। ওই সেনা দুই দেশের বিভক্তকারী জাতিসংঘ পরিচালিত এলাকায় আয়োজিত এক ভ্রমনে গিয়েছিলেন।
এক সিনিয়র মার্কিন কমান্ডার জানিয়েছেন, ওই সেনার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল জন অ্যাকুইলিনো জানিয়েছেন, ওই সেনা ইচ্ছাকৃতভাবে দৌড় দিয়ে অনুমতি ছাড়া উত্তর কোরিয়ায় প্রবেশ করে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কোরিয়ার মার্কিন বাহিনী।
মার্কিন সেনা আটকের কয়েক ঘণ্টা পর উত্তর কোরিয়া কাছের সমুদ্রে দুইটি সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সঙ্গে মার্কিন সেনা আটকের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা এখনো স্পষ্ট নয়।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে ওই সেনার নাম ট্রাভিস কিং। তিনি মার্কিন বাহিনীর প্রাইভেট সেকেন্ড ক্লাসে কাজ করেন। তিনি ২০২১ সালে বাহিনীতে যোগ দেন।
পরিদর্শক দলে থাকা এক মার্কিন সাংবাদিক জানিয়েছেন, জাতিসংঘ নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছে তারা আশেপাশের এলাকা ঘুরে দেখতে শুরু করেন। এমন সময় একব্যক্তিকে তিনি হাসতে হাসতে কয়েকটি ভবনের মাঝ দিয়ে দৌড়ে চলে যেতে দেখেন।
ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘শুরুতে আমি ভেবেছিলাম এটা হয়তো তিনি (মার্কিন সেনা) সবার সঙ্গে কৌতুক করার উদ্দেশে করেছেন। কিন্ত যখন তিনি আর ফিরে এলেন না তখন বুঝতে পারলাম ওই ব্যক্তি মজার ছলে এ কাজ করেননি। এরপরে সবাই বিষয়টি বুঝতে পারলে পরিস্থিতি বদলে যায়।’
সীমানা পেরিয়ে যাওয়া ওই মার্কিন সেনার সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ঘটনার পর এক সংবাদ সম্মেলন করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সেখানে লয়েড অস্টিন বলেন, ‘আমরা অনেক কিছুই জানি না। জানার চেষ্টা চলছে।’