আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মিরাজ হত্যার প্রধান আসামি সোহেল গ্রেপ্তার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৮ জুলাই ২০২৩ @ ০৫:৩৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুলাই ২০২৩@০৫:৩৭ অপরাহ্ণ
মিরাজ হত্যার প্রধান আসামি সোহেল গ্রেপ্তার

মোঃ বাইজিদ
স্টাফ রিপোর্টার।।

খুলনায় ইজিবাইক চালক মিরাজ কাজী হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার রাতে ঢাকার মোহাম্মাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ সোহেল হোসেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করেন। র‍্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, , ৩ জুলাই রাতে ইজিবাইক চালক মিরাজ কাজীকে ফোন করে ডেকে নেয় আসামি সোহেল হোসেন। এরপর তাকে নেওয়া হয় দৌলতপুর থানাধীন স্টেশন রোড হেলাল জুট মিলের ভিতরে। পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে চাপাতি দিয়ে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে ভৈরব নদীতে ফেলে দেয়া হয়। ঘটনার ২দিন পর ৭ নং ঘাট সংলগ্ন ভৈরব নদীর কিনারায় ভাসমান অবস্থায় মিরাজ কাজীর মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।

এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই র‍্যাব খুলনার অভিযানিক একটি দল জানতে পারে এ হত্যা মামলার প্রধান আসামি ঢাকার মোহাম্মাদপুর থানা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব সেখানে অভিযান চালিয়ে আসামি সোহেল হোসেনকে গ্রেপ্তার করে। পরে আজ তাকে খুলনা সদর নৌ থানায় হস্তান্তর করা হয়। যথাযথ আইনি ব্যবস্হা সম্পাদন শেষে আসামীকে কোর্টে পাঠানো হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights