আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বগুড়া শেরপুরে রাতের আঁধারে ফল বাগান কর্তন ও নলকূপ চুরি

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৭ জুলাই ২০২৩ @ ১০:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ জুলাই ২০২৩@১০:৩০ অপরাহ্ণ
বগুড়া শেরপুরে রাতের আঁধারে ফল বাগান কর্তন ও নলকূপ চুরি
ছবি- বিডিহেডলাইন্স

রায়হান পারভেজ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার শেরপুরে কুসুম্বী ইউনিয়নের কেঁল্লাপোশীর হাঠাৎপাড়া এলাকায় রাতের আঁধারে ফল বাগান হতে ফল গাছ কর্তন ও বাগানে থাকা অগভীর নলকূপ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাগানের মালিক নুরু ইসলামের স্ত্রী ঝলকি খাতুন বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেঁল্লা হঠাৎপাড়া এলাকার নুরু ইসলাম দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। এমতাবস্থায় গত কয়েকদিন আগে থেকে একই এলাকার জনৈক মিস্টারের সঙ্গে জায়গাজমি নিয়ে বিরোধ চলছিলো। এর আগে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে শেরপুর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। সেই অভিযোগের রেশ কাটতে না কাটতেই গত ১৬/৭/২০২৩ তারিখ রবিবার দিবাগত রাতে উক্ত জায়গার ফলজ গাছ কর্তন ও অগভীর নলকূপ চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। কিন্তু কে বা কারা চুরি করেছে তা বলতে পারেন না, উক্ত অভিযোগকারী ঝলকি খাতুন। তিনি জানান, পূর্বের শত্রুুতার জেরধরেই এই ঘটনা ঘটেছে ।

এই বিষয়ে শেরপুর থানার তদন্ত ওসি আজমগীর হোসেন জানান, এখনো অভিযোগ হাতে পাইনি, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights