দাকোপ প্রতিনিধি:
খুলনার প্রসিদ্ধ দাকোপ ইউনিয়নের বিভিন্ন এলাকায় তরমুজ চাষে সাবলম্বী অনেক পরিবার। কিন্তু পর্যাপ্ত পানি না থাকা এবং প্রতিবন্ধকতার কারনে অসহায় হয়ে পড়েছিল অনেক তরমুজ চাষি।
অবশেষে, দাকোপ ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডের খাল খননের মাধ্যমে সংযোগ কাজ শুরু হয়েছে। চাষীদের সাথে কথা বলে জানা যায়- এতদিন খাল বন্ধ থাকায় নানা রকম অসুবিধায় পড়তে হয়েছে চাষিদের। চাষিরা সময়মতো পানি না দিতে পেরে তরমুজের ফলন কম ও লোকসান হতো প্রতি বছর।
স্থানীয় জনপ্রতিনিধি ২নং ওয়ার্ডের মেম্বার বিশ্বজিৎ রায় ও ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রশান্ত কুমার রায় চাষিদের সাথে কথা বলে খাল খননের কাজ শুরু করেন। চাষিরা জানায়, আবারও মিলবে ভালো ফলন ও কৃষকদের মাঝে ফিরবে স্বস্তির হাসি! তাই দাকোপ ইউনিয়নের চাষিদের মুখে হাসি ও সুখের দিন ফিরে আসায় ইউনিয়নবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন জনপ্রতিনিধিদের কাছে।