আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তরমুজ চাষীদের মাঝে ফিরলো স্বস্তির হাসি

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩০ মে ২০২৩ @ ০৯:১৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ মে ২০২৩@০৯:১৮ পূর্বাহ্ণ
তরমুজ চাষীদের মাঝে ফিরলো স্বস্তির হাসি

দাকোপ প্রতিনিধি:

খুলনার প্রসিদ্ধ দাকোপ ইউনিয়নের বিভিন্ন এলাকায় তরমুজ চাষে সাবলম্বী অনেক পরিবার। কিন্তু পর্যাপ্ত পানি না থাকা এবং প্রতিবন্ধকতার কারনে অসহায় হয়ে পড়েছিল অনেক তরমুজ চাষি।

অবশেষে, দাকোপ ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডের খাল খননের মাধ্যমে সংযোগ কাজ শুরু হয়েছে। চাষীদের সাথে কথা বলে জানা যায়- এতদিন খাল বন্ধ থাকায় নানা রকম অসুবিধায় পড়তে হয়েছে চাষিদের। চাষিরা সময়মতো পানি না দিতে পেরে তরমুজের ফলন কম ও লোকসান হতো প্রতি বছর।

স্থানীয় জনপ্রতিনিধি ২নং ওয়ার্ডের মেম্বার বিশ্বজিৎ রায় ও ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রশান্ত কুমার রায় চাষিদের সাথে কথা বলে খাল খননের কাজ শুরু করেন। চাষিরা জানায়, আবারও মিলবে ভালো ফলন ও কৃষকদের মাঝে ফিরবে স্বস্তির হাসি! তাই দাকোপ ইউনিয়নের চাষিদের মুখে হাসি ও সুখের দিন ফিরে আসায় ইউনিয়নবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন জনপ্রতিনিধিদের কাছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights