আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শুধু জুনমাসে ৪৭৫ টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৩ জন: যাত্রী কল্যাণ সমিতি

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ১৭ জুলাই ২০২৩ @ ১২:২৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ জুলাই ২০২৩@১২:৩৭ অপরাহ্ণ
শুধু জুনমাসে ৪৭৫ টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৩ জন: যাত্রী কল্যাণ সমিতি

।।নিজস্ব প্রতিবেদক।।

জুন মাসে ৪৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫১৩জন নিহত ও ৮২৬জন আহত হয়েছেন। একই সমযে রেলপথে ৪১টি দুর্ঘটনায় ৩৯জনের মৃত্যু হয়। আহত হন ৬জন। নৌ-পথে ১৭টি দুর্ঘটনায় ১৬জনের মৃত্যু হয়, আহত হন ৩৫জন এবং ২জন নিখোঁজ হন।

আজ সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন যাত্রী কল্যাণ সমিতি এই পরিসংখ্যান তুলে ধরে। সংগঠনটি জানিয়েছেম, জুন মাসে সড়ক, রেল ও নৌ পথে মোট ৫৩৩টি দুর্ঘটনায় ৫৬৮জনের প্রাণহানি হয়। আহত হয়েছেন ৮৬৭জন।

এর মধ্যে ১৬০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬জন নিহত ও ১১৭জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৩দশমিক ৬৮শতাংশ। নিহতের সংখ্যার ৩৭দশমিক ০৫শতাংশ ও মোট আহতের ২৪দশমিক ৬৩শতাংশ। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে ১২৩টি এবং সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে ২২টি।

যাত্রী কল্যাণ সমিতি দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌ দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে বলে জানানো হয় ঐ বিজ্ঞপ্তিতে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights