আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

চুক্তির মধ্যে ইউক্রেন ছাড়লো শস্যবাহী শেষ জাহাজ

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৭ জুলাই ২০২৩ @ ১০:১৩ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ জুলাই ২০২৩@১০:১৩ পূর্বাহ্ণ
চুক্তির মধ্যে ইউক্রেন ছাড়লো শস্যবাহী শেষ জাহাজ

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

কৃষ্ণ সাগরের ওডেশা বন্দর দিয়ে খাদ্য রপ্তানি অব্যাহত রাখার চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তার আগে শেষ শস্যবাহী জাহাজটি ইউক্রেনীয় বন্দর ছেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার টিকিউ সামসুন জাহাজটি বন্দর ছেড়ে যায়। শস্য ও সার রপ্তানিতে মস্কোর দাবি পূরণ না হওয়ায় জাতিসংঘের মধ্যস্ততার চুক্তিটির মেয়াদ বাড়াতে রাজি হয়নি রাশিয়া।

ইউক্রেনে রাশিয়া পূর্ণ-মাত্রায় আগ্রাসন শুরুর পর বিশ্বজুড়ে খাদ্য সংকট শুরু হলে জাতিসংঘের মধ্যস্ততায় ২০২২ সালে চুক্তিটি সই হয়। বিশ্বের শীর্ষ খাদ্য রপ্তানিকারক দেশগুলোর অন্যতম ইউক্রেন ও রাশিয়া।

সমুদ্রের জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিক জানিয়েছে, ররিবার স্থানীয় সময় সকাল আটটার পর ওডেশা বন্দর ছেড়ে যায় তুরস্কের পতাকাবাহী জাহাজটি। এটির পরবর্তী গন্তব্য তুরস্কের ইস্তানবুল শহর। এই ইস্যুতে এখনো প্রকাশ্য কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর নিজস্ব খাদ্য রপ্তানির বাধা অপসারণে দেয়া প্রতিশ্রুতি এবং অন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত মানা হয়নি। ফলে এই চুক্তিতে রুশ অংশগ্রহণ বাতিলের ইঙ্গিত দেন তিনি।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে এক ফোনালাপে ক্রেমলিনের নেতা বলেন, ‘আফ্রিকা মহাদেশসহ দরকারে পড়া দেশগুলোতে খাদ্য রপ্তানি চালু রাখতে করা চুক্তির মূল লক্ষ্য বাস্তবায়ন করা হয়নি।’

মস্কো চায় কৃষি লেনদেন সামলানো রোসেলখোজ ব্যাংককে বৈশ্বিক সুইফট পেমেন্ট নেটওয়ার্কে ফের যুক্ত করে নেওয়া হোক। এই বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়ন জানায়, তারা রুশ ব্যাংকটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বিবেচনা করছে না। ইউক্রেনে আগ্রাসনের জেরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

গত শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, চুক্তির মেয়াদ বাড়বে বলে আত্মবিশ্বাসী তিনি। তার আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন তিনি। চুক্তিটির মেয়াদ একবারে ১২০ দিন করে বাড়ানো হয়। কিন্তু গত মার্চ ও মে মাসে রাশিয়া মাত্র ৬০ দিন করে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়।

সবশেষ মেয়াদ বৃদ্ধির আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে কথা বলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights