আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হলো না মানবতাবিরোধী পলাতক আসামীর

  • In আইন ও অপরাধ
  • পোস্ট টাইমঃ ১৬ জুলাই ২০২৩ @ ০৪:৪৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ জুলাই ২০২৩@০৪:৪৩ অপরাহ্ণ
ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হলো না মানবতাবিরোধী পলাতক আসামীর

।।নিজস্ব প্রতিবেদক।।

১৯৭১সালে মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত যুদ্ধাপরাধী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ কুতুব উদ্দিন ওরফে কুতুব আলী আনছারীকে(৭০) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম স্বাক্ষরিত র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭১সালের মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মোঃ কুতুব উদ্দিনসহ অন্যান্য যুদ্ধাপরাধী রাজাকার বাহিনীর সদস্যরা অগ্নিসংযোগ, ধর্ষণ, পাশবিক নির্যাতন, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিল। ১৯৭১সালে মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধী মোঃ কুতুব উদ্দিন ও তার সহযোগী রাজাকারদের নিয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় ইতুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধাদের হত্যা ও নির্যাতনসহ তাদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও একাধিক নারীকে ধর্ষণ করে। ২০২০সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়। ২০২১সালের ২১অক্টোবর মোঃ কুতুব উদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তার পর থেকে তিনি পলাতক ছিলেন।

বিজ্ঞপ্তি আরো বলা হয়, র‍্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল শনিবার বিকেলে গাজীপুরের সদর থানার হক্কানী সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে কুতুব উদ্দিনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে থাকতেন তিনি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights