আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৬ জুলাই ২০২৩ @ ১০:৫২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ জুলাই ২০২৩@১০:৫২ পূর্বাহ্ণ
পদত্যাগ করছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

চার বছর দায়িত্ব পালনের পর মন্ত্রিসভার আসন্ন রদবদলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। দ্য সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরবর্তী সাধারণ নির্বাচনে তিনি অংশ নেবেন না। তবে আগে সরে যাওয়া এবং উপনির্বাচনের সুযোগ করে দেয়ার কথা অস্বীকার করেন তিনি।

তিনজন প্রধানমন্ত্রীর অধীনে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বেন ওয়ালেস। ইউক্রেন যুদ্ধে ব্রিটিশ প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে মন্ত্রিসভায় রদবদল আসতে পারে। প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার দলের গুরুত্বপূর্ণ অংশ ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন। তবে কোনো তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বেন ওয়ালেস বলেছেন, পরিবারকে সময় দেয়ার জন্যই সামনের সারির রাজনীতি ছাড়ছেন। তার ঘনিষ্ঠরা বলছেন, এই সিদ্ধান্তের সঙ্গে সুনাকের নেতৃত্বের কোনো প্রভাব নেই। আসন পুনর্নিধারণের কারণে বেন ওয়ালেসের নির্বাচনি এলাকা পরবর্তী নির্বাচনে থাকছে না। আর কোনো নতুন এলাকা থেকে নির্বাচনে যেতে আগ্রহী নন বেন ওয়ালেস।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights