আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয়

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয়

।।ক্রীড়া প্রতিবেদক।।

শুরুতে অসাধারণ বোলিংয়ের পরও বাংলাদেশকে ১৫৫রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় আফগানিস্তান। সেই রান তাড়া করতে গিয়ে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে দুই তরুণ তুর্কি তাওহিদ হৃদয় ও শামিম পাটোয়ারির ব্যাটে লড়াই করে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ ওভারে জানাত করিমের নাটকীয় হ্যাটট্রিকের পরও ২উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৫৫রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬রানে ৫বলে ৪রান করে ফজল হক ফারুকি’র বলে বোল্ড হন ওপেনার রনি তালুকদার। রনির বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন লিটন দাস। তবে দলীয় ৩০রানে ১২বলে ১৪রান করে আউট হন শান্ত। স্পিনার মুজিবের বলে বোল্ড হন তিনি। এরপর দলীয় ৩৯রানে আউট হন লিটন। ১৯বলে ১৮রান করে সাজঘরে ফিরে যান তিনি। লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়।

ইনিংসের ৭ ওভার ২বলের পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টি থামার পর আবার খেলা শুর হয়। এরপর কিছুটা রানের গতি বাড়িয়ে ব্যাট করতে থাকেন সাকিব। তবে দলীয় ৬৪রানে ১৭বলে ১৯রান করে আউট হন সাকিব। সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন শামিম পাটোয়ারি। হৃদয় ও শামিম মিলে ৭৩রানের জুটি গড়েন। তবে দলীয় ১৩৭রানে ২৫বলে ৩৩রান করে আউট হন শামিম।

এরপর মিরাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যায় হৃদয়। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ৬রান। হাতে ছিল ৫উইকেট। ওভারের প্রথম বলে ৪মারেন মিরাজ। তবে এরপর টানা তিন বলে মিরাজ, তাসকিন ও নাসুমের উইকেট তুলে নিয়ে নাটক জমিয়ে তুলে আফগান পেসার জানাত করিম। শেষ দুই বলে প্রয়োজন হয় ২রান। এ সময় ক্রিজে এসে চার মেরে সব নাটকের অবসান ঘটিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শরিফুল ইসলাম। হৃদয় ৩২বলে ৪৭ ও শরিফুল ১বলে ৪রানে অপরাজিত থাকেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights